সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৯:২১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে ফাইজুল্লা ফারহান ওরফে আরাবি (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১১ টায় সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার মোবারক আলী মুহুরি বাড়ির প্রবাসী আলতাফ হোসেনের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির উঠানে শিশুদের সাথে বাড়ির উঠানে খেলছিল আরাবি। খেলার একপর্যায়ে হঠাৎ আরাবির কান্না শুনতে পেয়ে তার মা ছুটে যান। এ সময় উপস্থিত শিশুরা আরাবিকে সাপে কেটেছে বলে জানান। এ ঘটনার পর আরাবির মাসহ তার পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে সরানো হলো এস আলমের ১৪ বিলাসবহুল গাড়ি
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন