সীতাকুণ্ডে ৩টি অবৈধ বেহুন্দি ও ১০ হাজার মিটার চড়ঘেরা জাল জব্দ করা হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকার সন্ধীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।
জাটকা রক্ষায় সমন্বিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটারের চড়ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট চলাকালে এই সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সদস্য সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের, কুমিরা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ নাছির উদ্দিন, বাংলাদেশ কোষ্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার আজিজুর রহমানসহ আরো অন্যান্যরা।
জনস্বার্থে দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।