সীতাকুণ্ডে বিপুল দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আটক ৪

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৪:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে জঙ্গল সলিমপুর পাহাড়ে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয় বলে ওসি জানিয়েছেন।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, অস্ত্র তৈরীর কারখানায় সন্ধান পেয়ে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর পাহাড়ে শনিবার ভোরে যৌথ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী ও পুলিশ।

অভিযানে একটি অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ০৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ০৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ০১টি, ২০টি রামদা, ওয়াকিটকি চার্জারসহ ০২টি, মেগাফোন ০১টি, প্যারাসু্ট ফ্লেয়ার ০৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এছাড়া সেখানে অস্ত্র তৈরীর সাথে জড়িত চার সন্ত্রাসীকে আটক করা হয়। তারা হলো চট্টগ্রামের বাঁশখালী থানার চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের পুত্র কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ রুমন (২৫), সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গ্রামের মোঃ মোর্শেদের পুত্র মোঃ আশিক (৩৫) এবং নোয়াখালী হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আমির ইসলাম (৪০)।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান আরও বলেন, দেশীয় অস্ত্র তৈরী, উদ্ধার ও গ্রেপ্তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমহেশখালী থানা পুলিশের অভিযানে আটক দুই, অস্ত্র উদ্ধার