সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আলী (৩৫)। গতকাল রবিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার বাংলা বাজার নামক গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী এদিন বিকালে রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহমেদ জুয়েল। তিনি বলেন, নিহত মোঃ আলী ওই এলাকার দীল মোহাম্মদের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধভারতে চট্টগ্রামের তীর্থযাত্রার বাস দুর্ঘটনায় একজন নিহত
পরবর্তী নিবন্ধপ্রতারণার আরেক মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার সাজা