সীতাকুণ্ড পৌর এলাকায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা বিএনপির গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় মুন স্টার কমিউনিটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে। এসময় পুলিশ সেখানে অবস্থান নিয়ে তাদেরকে বাধা দেয়। সীতাকুণ্ড সদরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করতে না পেরে বাড়বকুণ্ড বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি। সেখানেই উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত মো. শাহজাহান।
এদিকে পৌর বিএনপির নেতাকর্মীরা সীতাকুণ্ড সরকারি হাই স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। একই সময়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে অবস্থান নেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছাত্রভঙ্গ হয়ে যায়। একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।