চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া এবং একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। নির্বাচন কমিশনের আপিল শুনানির কার্য তালিকায় দেখা গেছে, ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া ঋণখেলাপির কারণে মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে (মনোনয়নপত্র বাতিলের জন্য) নির্বাচন কমিশনে আপিল দাখিল করে। ব্যাংক দুটির আপিল শুনানির ধার্য তারিখ গতকাল ১৭ জানুয়ারি নির্ধারিত থাকলেও শুনানি হয়নি। আজ রোববার শুনানির জন্য ধার্য করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রাম–৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।
নির্বাচন কমিশনে দাখিল করা আপিলের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের জন্য আপিলটি দায়ের করেন ট্রাস্ট ব্যাংকের পক্ষে প্রতিনিধি আবদুল হাকিম। একই অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক এশিয়ার পক্ষে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর আপিল দাখিল করেছেন। এদিকে একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকও নির্বাচন কমিশনে আসলাম চৌধুরীর বিরুদ্ধে একটি আপিল দাখিল (নং ৬২২/২৬) করেন। নির্বাচন কমিশন দুটি ব্যাংক এবং একই আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর আপিল গ্রহণ করে আজ বিকাল ৪টায় শুনানির জন্য নির্ধারণ করেছে। আপিল শুনানিতে আজ আসলাম চৌধুরীর ভাগ্য নির্ধারিত হবে।
এদিকে চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীনের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছেন একই আসনের বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. আলা উদ্দিন। গতকাল নির্বাচন কমিশনের আপিল শুনানিতে লেবার পার্টির প্রার্থী মো. আলা উদ্দিনের আপিলটি নামঞ্জুর করে খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীনের প্রার্থিতা বহাল থাকবে বলে রায় দেয়।
চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাছের তার দায়ের করা আপিলটি প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আলী আব্বাস প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল আবেদন করলেও সেটি প্রত্যাহার করে নেন।
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যারা : গতকাল নির্বাচন কমিশনে আপিল শুনানিতে চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির আবদুল মোমেন চৌধুরী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। একইভাবে চট্টগ্রাম–১২ আনোয়ারা–কর্ণফুলী আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের দাখিল করা আপিল আবেদনটি গতকাল শুনানির জন্য নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। সেটির শুনানি হবে আজ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।












