ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের সামনে বাস-কাভার্ডভ্যান ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জনেরও বেশি বাসযাত্রী আহত হয়েছে।
আহতদের মধ্যে বাস চালকসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন- মোঃ রেজাউল (২৮), শারমিন আক্তার (৩৬), শান্তি রায় (২৪), শাহিনুর (২৫), মোঃ সাইদুল্লাহ (৬০), আরিফ (২৪), সুমিতা বড়ুয়া (৬৫), বাদল (৫৭), নয়ন কুমার (২৮), রিনা (৪৫), ফরহাদ (২৮), পিয়াস (১৯), জিয়াউল হক (৩৯), জান্নাত (২৮), ইমরান (২২), মোঃ জাহাঙ্গীর আলম ও খোকন (৪০) সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় আহত বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে যান। এছাড়া ঘটনার সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর অন্যান্য হাসপাতলে ভর্তি করান। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তারা জানান, এই দিন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান ও অপর একটি মিনি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাস চালক ও বাসে থাকা নারী-পুরুষসহ প্রায় ২৫ জনেরও বেশি যাত্রী আহত হন।
ঘটনার সময় বাস যাত্রীদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আহতদের বাঁচাতে এগিয়ে আসেন এবং তারাও উদ্ধার কার্যক্রম শুরু করেন। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মচিন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
এ বিষয় জানতে চাইলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত ওই
বাসের পেছনে ধাক্কা দেয় অপর একটি পিকআপভ্যান।
এতে করে বাসের সামনের অংশ দুমড়ে মুছরে যাত্রীগন ও চালক আটকা পড়ে। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুটি ইউনিট ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বলেন, আমরা বাস চালক সহ আহত ১১ জনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসছি। আহত বাকিদের নাম এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, মোস্তফা ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যানের পেছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ ঘটনাটি ঘটে।