সীতাকুণ্ডে বাস উল্টে চালকের সহকারী আমজাদ হোসেন (২৭) নিহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ভানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমজাদ বাড়বকুণ্ডের আলী চৌধুরীপাড়ার মো. ইউসুফের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক। ওসি বলেন, যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ভানুর বাজার এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালকের সহকারী আমজাদ হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।