সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ত্রিপুরা সর্দার নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় শংকর ত্রিপুরা (৬৫) নামে ১ ত্রিপুরা সর্দার নিহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে চারটার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতানা মন্দির এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শংকর ত্রিপুরা ওই এলাকার ত্রিপুরা পাড়ার মৃত মনকরাই ত্রিপুরার পুত্র।

জানা যায়, নিহত শংকর ত্রিপুরা প্রতিদিনের মতো সুলতানা মন্দির এলাকায় একটি মন্দিরে গীতা পাঠ করতে যাওয়ার সময় জিপিএইচ ইস্পাত কারখানার সামনে ঢাকামুখী একটি স্টার লাইন বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ত্রিপুরা সর্দার শংকর মারা যাওয়ার খবরে পাহাড় থেকে শতাধিক ত্রিপুরা অধিবাসী মহাসড়কে এসে স্টার লাইনের সব বাস আটক করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে হাজির হয়ে গাড়ির মালিক পক্ষের সাথে সমোঝোতার আশ্বাস দিলে ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন সড়ক থেকে সরে পড়ে। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, স্টার লাইনের একটি বাসের ধাক্কায় ত্রিপুরা পাড়ার ১ ব্যক্তি নিহত হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিকৃত সুরের ‘কারার ঐ লৌহ কপাট’ সরাতে হাইকোর্টের নির্দেশ
পরবর্তী নিবন্ধসিইপিজেডে শ্রমিক বিক্ষোভ বেতন নিয়ে অসন্তোষ