সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত (আনুমানিক বয়স ৩৮) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী মাদামবিবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কাজি নাজমুল হক জানান, চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহি বাস মহাসড়কের মাদামবিবির হাট এলাকা অতিক্রমকালে রাস্তা পার হওয়া অজ্ঞাত পথচারীকে চাপা দেয়। এতে বাস চাপায় পিষ্ট হয়ে যুবকটি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খোঁজ পেলে নিহত যুবকের বিস্তাারিত পরিচয় জানা যাবে।