সীতাকুণ্ডে বাংলাবাজারে অগ্নিকাণ্ড

কোটি টাকা ক্ষতির আশঙ্কা

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার টিএনটি রোডের সামনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে বেশ কয়েকটি দোকানসহ আশপাশের ব্যবসায়ি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা জানিয়েছেন, পার্শ্ববর্তী জ্বালানি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তেলের দোকানের পাশে তুলার গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৪টি গাড়ি আগুন নেভাতে ছুটে যায়। এছাড়া আগ্রাবাদ, সীতাকুণ্ড স্টেশনের আরও কয়েকটা গাড়ি আগুন নিভাতে ছুটে গিয়েছিল। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধশাহ আমানতে পরিত্যক্ত ট্রলি ব্যাগে ৯৫ মোবাইল সেট