সীতাকুণ্ডে বসতঘরে আগুন, পুড়ে অঙ্গার বৃদ্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের দাঁড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মাজার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপ থেকে ক্ষতিগ্রস্ত মালামাল সরানোর সময় দেখা যায়, ঘরের একটি খাটে শোয়া অবস্থায় বৃদ্ধ আবুল হোসেন পুড়ে অঙ্গার হয়ে গেছেন। তার শরীরের হাড় ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

ওই এলাকার বাসিন্দা মো. ইউসুফ জানান, অগ্নিকাণ্ডের সময় বৃদ্ধের তিন ছেলে, স্ত্রীসহ পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হন। বৃদ্ধ আবুল হোসেন যে ঘরে ছিলেন তা কারো খেয়াল ছিল না। সবাই ভেবেছিলেন তিনিও ঘর থেকে বের হয়ে গেছেন। আধা ঘণ্টা পর আগুন নিভে গেলে তারা ঘরে গিয়ে দেখেন বৃদ্ধ আগুনে পুড়ে মারা গেছেন।

এদিকে, আগুনের ঘটনা ঘটলেও কেউ ফায়ার সার্ভিসে খবর দেয়নি বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে তার আগেই বসতঘরটি পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে টিন, বাঁশ দিয়ে নির্মিত ৪টি রুম পুড়ে যায়। তবে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হার্ট অ্যাটাক নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করলেন ডা. প্রবীর
পরবর্তী নিবন্ধছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু