সীতাকুণ্ডে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উদ্বোধনী খেলায় বাঁশবাড়ীয়া ৫নং ওয়ার্ডের ফুটন্ত গোলাপ দল ১০ গোলে ১নং ওয়ার্ডের রেঁনেসা ক্লাবকে পরাজিত করে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিম উদ্দিন, শাহাদাত হোসেন, মো. রাসেদ, মো. নাজমুল হোসেন, মহিলা সদস্য রেজিয়া বেগম, কোহিনুর বেগম এবং লাকী আক্তার প্রমুখ। এই টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন শেখ জামাল স্পোর্টিং ক্লাব
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার জয়ের দিনে হোঁচট খেল ব্রাজিল