সীতাকুণ্ডে ফের গরু লুটের অভিযোগ

ধারালো অস্ত্রের আঘাতে ফার্মের কর্মী গুরুতর আহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় একটি গরুর ফার্ম থেকে ৭টি গরু লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফার্মের এক কর্মী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত ব্রাদার্স অ্যাগ্রো নামের একটি ফার্মে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একদল ব্যক্তি ফার্মটির তালা ভাঙার চেষ্টা করে। এ সময় ফার্মের দায়িত্বে থাকা কর্মী মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি বুঝতে পেরে সামনে এগিয়ে গিয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তার গলায় ছুরি ধরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং পায়ের হাঁড় ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে পিকআপ করে শাহিওয়াল জাতের ৭টি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। লুট করা ৭টি গরুর মধ্যে একটি গাভি ও ছয়টি ষাঁড়। জানা গেছে, ফার্মটির মালিক সাজেদ চৌধুরী ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে কর্মী বাচ্চু মিয়া ফার্মটি দেখাশোনার দায়িত্বে ছিলেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা। উল্লেখ্য, এর আগেও সীতাকুণ্ডে একই ধরনের অভিযোগ ওঠে। গত ২৯ ডিসেম্বর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এন আই এগ্রো ফার্মে গভীর রাতে অস্ত্রের মুখে ফার্মের মালিকসহ দুইজনকে জিম্মি করে ১২টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো গরুগুলো উদ্ধার হয়নি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে শীঘ্রই যৌথবাহিনীর অভিযান
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ৫০০ বসতি