সীতাকুণ্ডে ফার্মে ডাকাতি, নিয়ে গেছে ১২টি গরু

মালিক জিম্মি ও চা দোকানিকে হত্যার হুমকি

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার এন আই এগ্রো ফার্মে ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা টিনের বেড়া কেটে ফার্মে প্রবেশ করে মালিকদের একজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ১২টি গরু চুরি করে নিয়ে যায়। এ সময় একটি গরু ভাগ্যক্রমে ছুটে গ্রামে ফিরে আসে।

পুলিশ ও ফার্ম সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতদল ফার্মে প্রবেশ করে। মালিক মো. ইসমাইলকে আটক করে হাতপা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ফার্মের গরুগুলো ট্রাকে বোঝাই করে পালিয়ে যায়। ফার্মের পাশের চা দোকানদার মো. আমিন জানান, ডাকাতদের আওয়াজ শুনে তিনি বাইরে বের হলে অস্ত্রের মুখে জিম্মি হন। এ সময় তাকে জবাই করে দেওয়ার হুমকি দেয় তারা। পরে ডাকাতরা তাকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে বাঁচতে দেন। ফার্মের মালিক নজরুল ইসলাম বলেন, আমরা ব্যাংক লোন ও জমিজমা বিক্রি করে ফার্মটি তৈরি করেছি। ১২টির মধ্যে ৫টি গাভী ভালো জাতের। এ থেকে প্রায় ৪০ লিটার দুধ বিক্রি করে খরচ চালানো হতো। এখন আমি কী করব জানি না। ১২টি গরুর আনুমানিক বাজার মূল্য ২২২৫ লাখ টাকা। সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, খবর পেয়ে পুলিশ ঢাকাচট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে তল্লাশি চালাচ্ছে। অজ্ঞাতনামা ১৮২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গরু উদ্ধার এবং ডাকাতদল গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, ১৯ ডিসেম্বর ভাটিয়ারী এলাকায় ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ২৮টি গরু ও একটি ট্রাক ছিনতাই করেছিল। পরে পুলিশ বিভিন্ন স্থান থেকে ২৮টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধতাৎক্ষণিক সমাধান পেয়ে খুশি সেবাপ্রত্যাশীরা
পরবর্তী নিবন্ধরুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার