সীতাকুণ্ডে ইপসা ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় ৩১ জন প্রতিবন্ধী উপকারভোগী ব্যক্তিদের মাঝে ৩৯টি সহায়ক উপকরন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সীতাকুন্ডে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল- হিউম্যানিটি এ্যান্ড ইনক্লুশন (এইচআই) ও ইপসার আয়োজনে ‘টেকিং সাকসেসফুল ইনোভেশন টু স্কেল-পাথওয়েজ ফর ডিজাবিলিটি-ইনক্লুসিভ গ্রাজুয়েশন আউট অফ পোভির্টি’ প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের মাঝে এই সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। ইপসা প্রজেক্ট কোর্ডিনেটর নেওয়াজ মাহমুদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বেইজ ম্যানেজার আব্দুর গফুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার লৎফুন নেচ্ছা বেগম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মো মুসলিম উদ্দিন, পিকেএসএফ সহকারী ব্যবস্থাপক ফয়জুল তারেক, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ইপসা (পরিচালক) মো. মনজুর মোরশেদ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল অফিসার সানজিদা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে শেষে ৩৯টি সহায়ক উপকরণ বিতরণ মধ্যে ছিল হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, স্পেশালসীট চেয়ার, ওয়াকিং ফ্রেম, এলবো ক্রাচ, কানে শোনার যন্ত্র ও চশমা।