সীতাকুণ্ডে প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

‘কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এইতো সময়’ এ স্লোগানে সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ৮ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনার পরিচালক মো. হাবিবুর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাক্তার নাছরিন সুলতানা জুলির স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমিক সুপারভাইজার মো. ফারুক হোসেন, সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ফারজানা চৌধুরী, ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিমা রানী দাশ গুপ্তা প্রমুখ। কর্মশালায় বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিয়ের কুফল, পুষ্টি, এইচআইভি ও এইডস, জেন্ডার বিষয়ে সচেনতার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য কমান মানুষের জীবন বাঁচান
পরবর্তী নিবন্ধআবদুর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা