সীতাকুণ্ডে পৌরসদর এলাকায় গাড়ি চাপায় পথচারীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:৫০ অপরাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভাধীন এলাকায় গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের মাথা থেঁতলে যাওয়ায় কেউ তাকে সনাক্ত করতে পারছে না।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার সদস্যরা নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আজ শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরের ফকিকহাট এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, আমরা এই ঘটনার খবর পেয়ে এসআই মোঃ ফারুককে ঘটনাস্থল ফকিরহাট এলাকায় পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত ব্যক্তির মাথা থেঁতলে যাওয়ায় স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারছে না। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি। তার বয়স আনুমানিক ৫০ হবে। গাড়িটি আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধআমি লোহাগাড়া বিএনপির প্রতিষ্ঠাতার সন্তান, পদ-পদবির লোভে রাজনীতি করিনা : এটিএম জাহেদ চৌধুরী
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আরেক ইউপি সদস্য গ্রেপ্তার