সীতাকুণ্ডে পোনা অবমুক্ত ও মৎস্য উপকরণ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, সৌমিত্র চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা, সালাউদ্দীন আজিজ, ছাদাকাত উল্লাহ।
অনুষ্ঠানে মৎস্য উৎপাদনে অবদানের জন্য সফল উদ্যোক্তা হিসেবে এস এম আল মামুন, মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানিক পর্যায়ে ইপসা এবং সফল মাছচাষী হিসেবে বাড়বকুণ্ডের আবদুল আলিমকে জাতীয় মৎস্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যজীবীদের মাঝে ১০০ কেজি মাছের পোনা ও ৩০০ কেজি মাছের খাদ্য মৎস্য উপকরণ হিসেবে বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা এম মাহাবুবুল আলম ছিলেন আ.লীগের দুর্দিনের কাণ্ডারি
পরবর্তী নিবন্ধআবদুল গফুর