সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও পৌরসভা এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের বিএম গেট ধামরাই খাল সেতুর দক্ষিণে হাসান (৪৪) নামে এক নৈশপ্রহরী সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত হাসান সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর জাফর নগর নুর আহমদ বাড়ির বাসিন্দা মৃত মো. কামাল উদ্দিনের ছেলে। এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাক সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা অতিক্রম করছিল। এ সময় একইদিক থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালকের সহকারী সৈকত (২৬) মহাসড়কে ছিটকে পড়ে যান। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তিনি মারা যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে।