সীতাকুণ্ডে পৃথক অভিযানে ডাকাতসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা আলম ওরফে গলাকাটা আলম (৫৫),একই থানার বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা মো.আলী হোসেন (২৫),দক্ষিণ ঘোড়ামারা এলাকার বাসিন্দা ইমাম হোসেন ছোট্টু (৩৫),কুমিরার নিউ রাজাপুর এলাকার বাসিন্দা মো. ইয়াকুব আলী (৩৫), মুরাদপুর এলাকার বাসিন্দা মো.তারেক (২৫), পৌরসদরস্থ দক্ষিণ মহাদেবপুর এলাকার বাসিন্দা মো.আবু জাফর খাঁন (৪৫)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফেনীর দাগনভূঁঞা, আকবরশাহ, মিরসরাই ও সীতাকুণ্ড থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতন মামলাসহ পৃথক মামলা রয়েছে। তারা সে মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। মঙ্গলবার রাতভর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।












