সীতাকুণ্ডে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পুকুরে পড়ে মো. তাইমুর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় পৌরসভার ঈদিলপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত শিশু তাইমুর পৌরসভার উত্তর ঈদিলপুর গ্রামের ৯নং ওয়ার্ডের মিলন চৌধুরী বাড়ির লিটু চৌধুরীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমার ছেলে সকালে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে অসাবধানবসত পড়ে যায়। পরে পুকুরের পানিতে খুঁজে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দুপুর ২টার সময় ঈদিলপুর জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাইমুরকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসংসদ সদস্যকে নিজ এলাকা ছাড়তে বলা মৌলিক অধিকারে হস্তক্ষেপ : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধশতবার রক্ত দিলেন নাজমুল