সীতাকুণ্ডে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পুকুরে ডুবে তাসফিন () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় বাঁশবাড়িয়ায় ইউনিয়নের ১ নং ওয়ার্ড রহমতেপাড়া এলাকায় আমির হোসেন মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত তাসফিন ওই বাড়ির রিয়াজ উদ্দিন তুষানের ছেলে। জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে তার মা পুকুর ঘাটে আসলে কোন এক সময় মায়ের অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখতে পায় মা। পরে পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধশীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা