সীতাকুণ্ডে পাহাড়ি ঢলে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:০৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে জুম চাষ শেষে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঢলে নিখোঁজের ২৩ ঘন্টা পর শিল্পী রানী দাস (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার বড় কুমিরা ডালচাল মিয়ার মাজার গেট সংলগ্ন এলাকার পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধার হয়। তিনি মীরসরাই উপজেলার অবুতোরাব এলাকার আশীষ কুমার দাসের স্ত্রী ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝাড়পুকুর এলাকার নবদ্বীপ দাসের মেয়ে। নিহতের বাবা নবদ্বীপ দাস জানান, গত মঙ্গলবার বিকালে কাজ শেষে পাহাড় থেকে ফেরার পথে পাহাড়ি ঢলে হারিয়ে যায়। এ ঘটনার পর থেকে তাকে খুঁজে পেতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তারা রাতভর চেষ্টা চালান। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাহাড়ি ছড়ার বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর বিকেলে তার মরদেহ ছড়ার পাশে থাকা ঝোপের সাথে আটকা অবস্থায় দেখতে পান। লাশ উদ্ধারের পর বুধবার সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী তার মেয়ে শিল্পীকে সুলতানা মন্দির মগেশ্বরী মন্দিরের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করে।

পূর্ববর্তী নিবন্ধকমলা হ্যারিসকে ভোট দিয়ে নতুন অধ্যায় খোলার আহ্বান ওবামার
পরবর্তী নিবন্ধরামুতে ৫ কোটি টাকার আইসসহ মাদক পাচারকারী আটক