সীতাকুণ্ডে পলাতক দুই আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলা সলিমপুর ইউনিয়নের ইমাম নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ইমাম নগর এলাকার বাসিন্দা মো. নুর উদ্দিন (৩৫) ও মো. রুবেল (৩২)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন , গ্রেপ্তার হওয়া দুজনেই আদালতের মামলার পরোয়ানাভুক্ত আসামি।

তারা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধথ্যালাসেমিয়া সেবা কেন্দ্র চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধমার্চে আসছে আদানির বিদ্যুৎ : প্রতিমন্ত্রী নসরুল