সীতাকুণ্ডে পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সেবা দিচ্ছে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৫:০৪ অপরাহ্ণ

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF) কর্তৃক এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে বাস সেবা “রোড টু লাইট” এর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার পরীক্ষার্থীরা নির্বিঘ্নে এবং সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগটি ৭ম বারের মতো গ্রহণ করা হয়।

আজ (১০) এপ্রিল বৃহস্পতিবার বাস সার্ভিসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, সেক্রেটারি তাইছির উদ্দিন, উপদেষ্টা নুর উদ্দিন মোহাম্মদ লিটন, মহিন উদ্দিন, তুফায়েল আহাম্মেদ সহ এবং অন্যান্য উপদেষ্টামণ্ডলী ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ও উপদেষ্টা মন্ডলীরা বলেন, ২০২২ইং সালে সূচনার পর থেকে এই বিনামূল্যে বাস সেবা সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সর্বস্তরের প্রশংসা লাভ করেছে ।

শিক্ষার্থীরা পরিবহন সংক্রান্ত ভোগান্তি এড়িয়ে নিশ্চিন্তে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌছাতে পেরেছে, এতেকরে আমরা যেমন খুশি, ঠিক তেমনি ভাবে শিক্ষার্থীরাও খুব খুশি হয়েছে । মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন শুরু থেকেই শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

বিনামূল্যে বাস সেবা “রোড টু লাইট এসএসসি-২০২৫” এই ধারাবাহিকতার একটি অংশ। সমাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, একটি পরিচ্ছন্ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করা, স্থানীয় বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিক ভাবে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রায় মানুষকে সহযোগিতা করা,পরীক্ষার্থীদের নিরাপদ সময়োপযোগী পরিবহন নিশ্চিত করাই হচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এরই ধারাবাহিকতায় সংগঠনটি রোড টু লাইটের মতো মোট ৬০টি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক সেবাকর্ম সফলভাবে বাস্তবায়ন করেছে, যা দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এমন স্বেচ্ছাসেবী কাজগুলোর স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক এবং ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, আমি জানতে পেরেছি মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন ২০২২ সাল থেকে যাত্রা শুরু করেছেন। শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশ এবং কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন তারা। এমন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবহন সংক্রান্ত ভোগান্তি এড়িয়ে নিশ্চিন্তে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌছাতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগাম জামিন পেলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না
পরবর্তী নিবন্ধহাটহাজারী ও বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু