সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব–৭ এর একটি অভিযানিক দল। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ইউনিয়নস্থ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ট্রিগারযুক্ত কালো রংয়ের দুই নলা শুটারগান, ১টি ট্রিগারযুক্ত এক নলা শুটারগান, ১২টি সবুজ রংয়ের ১২ বোর কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা এবং ১টি লাল রংয়ের বেসবল ব্যাট।
র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর সাকিনস্থ নবী মেম্বার বাড়ীর গোয়ালঘরের উত্তর কোণে অবস্থিত ঝোঁপের মধ্যে কাপড়ে মুড়ানো অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র ও বেসবল ব্যাট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযান পরিচালনা করে কাপড়ে মুড়ানো অবস্থায় ওইসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক এ আর এম মোজাফফর হোসেন জানান, জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।












