সীতাকুণ্ডে নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ৬:০০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়ন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম নয়ন দেবনাথ (২৯)। তিনি উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের হাবিব রোডস্থ পুকুরপাড় এলাকার একটি গাছে সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

স্থানীয়রা জানান, নয়ন উপজেলার সীতাকুণ্ডের একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে আসছিলেন। কয়েক দিন ধরে তাকে এক ব্যক্তি টাকার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু টাকার জন্য কে চাপ দিচ্ছেন সেটিও পরিস্কার করে কাউকে বলেননি তিনি। গত মঙ্গলবার থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে ওই দিন সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এক পর্যায়ে বৃহস্পতিবার হাবিব রোড তার বাড়ি সংলগ্ন মুক্তা পুকুর পাড় নামক এলাকার একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নয়নকে।

এদিকে স্থানীয়দের দাবি নয়নকে কেউ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কিশোরী গণধর্ষণ, চার আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধচুরি করতে ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত যুবক গ্রেপ্তার