সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের সাগর উপকূল থেকে নির্মল দাস (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কুমিরা নৌ পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত নির্মল দাস সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ মন্দির বাড়ি এলাকার বরেন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদপুর ৪নং ইউনিয়নের সাগরের বেড়িবাঁধ উপকূলের গুলিয়াখালী খালের উত্তরে এবং ভাটেরখীলের মাঝামাঝি স্থানের একটি বাগানে এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে কুমিরা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
এ বিষয়ে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মো. ওয়ালী উদ্দীন আকবর বলেন, নিহতের বড় ভাই পরিমল দাস গত ১ মে নির্মল দাস নিখোঁজ রয়েছে বলে থানায় একটি ডায়েরি করেন। এরপর রোববার এলাকাবাসীর খবর পেয়ে রাতে গুলিয়াখালি ও ভাটেরখীলের মাঝামাঝি স্থান থেকে নিখোঁজের অর্ধগলিত লাশ উদ্ধার করি।
লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি।