সীতাকুণ্ডে নারী শ্রমিককে গণধর্ষণ গ্রেপ্তার ১

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সুতা তৈরির কারখানার এক নারী শ্রমিককে (২৪) গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাত সোয়া ১১টা থেকে রাত পৌনে দুইটা পর্যন্ত ওই নারীর ওপর নির্যাতন চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জাহিদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় মামলা করেন। এ মামলায় জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই নারী স্থানীয় একটি সুতা তৈরির কারখানায় কাজ করেন। ওই রাতে কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় তিন যুবক তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে জাহিদকে আটক করা হয়। বাকি দুজন পালিয়ে যায়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে অন্য দুই আসামির নাম জানাতে রাজি হননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুই গ্রুপে পাল্টাপাল্টি সম্মেলন, কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করতে বিএনপির চার সদস্যের টিম গঠন