সীতাকুণ্ডে মোঃ ইউনুস মিয়া নামের এক ব্যক্তি ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় স্পটেই তাঁর মৃত্যু ঘটে। তার বয়স আনুমানিক (৮০) বছর। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মহাসড়কের পাশথেকে লাশটি উদ্ধার করে তার গ্রামের বাড়ি পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা বাড়িতে নিয়ে যান। নিহত ব্যাক্তি ওই গ্রামের মৃত ইমাম শরীফের ছেলে।
আজ সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।
স্থানীয় জানান, মহাসড়কের পশ্চিম পাশে বটতর জামে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ইউনুস মিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে গেলে একই স্পটে তিনি মারা যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জাকির রাব্বানী বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহতের খবর জানতে পেড়েছি। খোঁজ খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।