সীতাকুণ্ডে নকীব সামাজিক সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ১১:৩৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে নকীব সামাজিক সংগঠনের উদ্যোগে গরীব দুঃস্থ দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৩ টায় সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে নকীব সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নকীবের প্রধান উপদেষ্টা, ভোক্তা অধিকার পরিষদের উত্তর জেলার সভাপতি, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নকীব সামাজিক সংগঠনের উপদেষ্টা রাশেদুল করিম, নকীবের সেক্রেটারি রাফিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ, সদস্য রাসেল আমিন প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা তাওহিদুল চৌধুরী বলেন, আমরা সকলে যদি প্রতিবেশী গরীব দুঃস্থদের খবর নেই তাহলে যারা কিনতে অক্ষম তাদেরকে সহযোগিতা করি, তাহলে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেনা। তাছাড়া ইসলামের ও পরিস্কার করে বলা আছে তোমরা প্রতিবেশীদের খবর রাখো, কেউ যেন না খেয়ে অনাহারে না থাকে।

যারা পুরো রমজান মাস ব্যাপী এধরণের সামাজিক সংগঠন গুলোর মাধ্যমে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার সামগ্রী পৌঁছানোর কারণে আমি সীতাকুণ্ডবাসীসহ ও পৌরসভাবাসীকে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বনকর্মীদের মারধর করে সংরক্ষিত বনের গাছ লুট
পরবর্তী নিবন্ধসদরঘাটে কর্ণফুলী নদী থেকে মরদেহ উদ্ধার, পরিচয় অজানা