সীতাকুণ্ডে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকালে সিডিএ উত্তর সলিমপুর এলাকার বাসিন্দা পপি চৌধুরী বাদি হয়ে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে তার খালাতো বোনকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ।

গ্রেপ্তার দুই ধর্ষক হলেন সাতকানিয়া থানার দোহাজারী এলাকার মৃত শামসুল ইসলামের পুত্র মো. ইকবাল (১৯) ও সীতাকুণ্ডের পৌরসদরস্থ পন্থিছিলা এলাকার মৃত মো. রহিমের পুত্র মো. রনি (২২)। তারা দুজনে বর্তমানে সলিমপুর ইউনিয়নের জলিল টেক্সটাইল সংলগ্ন গনি জব্বারের বাড়িতে বসবাস করছেন।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গত সোমবার রাত সাড়ে আটটায় আরবি পড়ার জন্য ঘর থেকে বের হন ধর্ষিতা কিশোরী। সলিমপুর সিডিএ খেলার মাঠের সামনে দিয়ে যাওয়ার সময় ধর্ষক ইকবাল ও রনি তার গতিরোধ করে। এসময় তাকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরদিন (মঙ্গলবার) ধর্ষিতা কিশোরীর খালাতো বোন পপি বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে আসামীদের গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। পরে গভীররাতে সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। তাদের নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে দারুত তালিম মজলিশের কার্যক্রম
পরবর্তী নিবন্ধবৃষ্টি-ঢলে গাছ উপড়ে বিধ্বস্ত রাউজানের অভ্যন্তরীণ সড়ক