সীতাকুণ্ডে দেড়লাখ চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপকূলীয় এলাকা থেকে দেড় লাখেরও বেশি চিংড়ি পোনা এবং ৫ হাজার মিটার বিহুন্দী জাল জব্দ করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড মডেল থানা, কুমিরা নৌ-পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে চিংড়ি পোনাগুলো জব্দ করে।

জব্দকৃত গলদা চিংড়ির পোনা গতকাল বৃহস্পতিবার সীতাকুণ্ডের কুমিরা ঘাট এলাকায় সন্দ্বীপ চ্যানেলে অবমুক্ত করা হয় এবং বিহুন্দী জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ রিজুয়ান ইসলাম, নৌ-পুলিশের এ এস আই আব্দুল হালিম, বাংলাদেশ কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোখলেস রহমান, ইনুমেরেটর রাসেল দাস, মো. মাজহারুল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ২০৪০ সালের মধ্যে দেশ হোক ধূমপান ও তামাকমুক্ত
পরবর্তী নিবন্ধসিআইইউর ল ফেস্ট উৎসবে ভবিষ্যৎ আইনজীবীদের ভিড়