সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২২ মে, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি ধারালো ছোরা, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২৫), একই ইউনিয়নের শীতলপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে আনোয়ার হোসেন স্বপন (২২), বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের কবির মিস্ত্রির ছেলে মো. ইব্রাহিম (২০) এবং একই গ্রামের জানে আলমের ছেলে মো. জিসান (২০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে বাড়বকুণ্ডের পিএইচপি কারখানা সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখেলার ছলে ইলেকট্রিক বোর্ডে হাত, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধদুস্থ বাকপ্রতিবন্ধীকে সন্ধানী চমেকের ভ্যানগাড়ি উপহার