সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকাচট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল এলাকায় ঢাকামুখী সড়কের কান্ত ভূঁইয়া পাড়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাতরা হলো, সীতাকুণ্ডের পৌরসদরের পূর্ব আমিরাবাদ এলাকার আব্দুল হাসেমের পুত্র আকিবুল হাসান সায়েম (২১), একই এলাকার আহসান উল্লাহর পুত্র মো. রিফাত হোসেন (২৩), বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহামুদাবাদ (চারালকান্দি) এলাকার অধীর চন্দ্র দাশের পুত্র সৌরভ চন্দ্র দাশ (২১) ও একই এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. একরাম হোসেন (৩০)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ভোর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ মহাসড়কে অবস্থান নিয়েছে বলে তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন। পরে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় তিনটি ছুরি, তিনটি লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র। ওসি আরো জানান, গ্রেপ্তার চারজনেই সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে ডাকাতির উদ্দেশে অবস্থান নেওয়ার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়েরের পর শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ এরশাদের মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধসিবিইউএফটিতে ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিষয়ক সেমিনার