জীবিকার তাগিদে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন টিটু সূত্রধর (৩৫)। প্রায় ১০ বছর যাবত ব্যবসা করতে গিয়ে বেশ লোকসান, বাকি মিলে বেচাকেনা করে দেনা হয়ে পড়েন তিনি।
পাওনা দারদের চাপ সইতে না পেরে অবশেষে শনিবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক ৫ টার দিকে বিষপান করে অত্মহত্যার পথ বেছে নেন তিনি।
তার পরিবার সূত্রে জানা গেছে, বাশঁবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতেরপাড়ার স্বপনসূত্র ধরের ছেলে টিটু ইউনিটেক্স মিলের সামনে চৌধুরী মার্কেটে ২০১৩ সাল থেকে ব্যবসা শুরু করেন।
বাকিতে বিক্রি টাকা আদায় না হওয়ায়, মালামাল ক্রয় করতে গিয়ে অনেক টাকা দেনা হয়ে যায় টিটুর। আর বাকি বিক্রির টাকা আদায় না করতে পেরে অধিক চাপে কোন উপায় না দেখে সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
ঘটনার দিন বিকেল বিষপান করলে পরিবারের লোকজন দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত ৮ টার দিকে তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী জানায়, টিটু ধর চৌধুরী মার্কেটে বেশ পরিচিত মুখ। সকলের সাথে তার খুব ভাল সম্পর্ক ছিল। পরিচিতদের বাকি দিয়ে তার দোকানের মূলধন হারিয়ে যায়। দোকানে মালামাল তুলতে অনেক দেনাদার হয়ে পড়েন। সামনে ঈদ তাই পাওনার টাকা পরিশোধ করতে চাপ আসতে থাকে।
সব মিলিয়ে তিনি মনোবল হারিয়ে ফেলেন। গত কয়েকদিন ধরে তাকে অনেকটা হতাশ দেখাচ্ছিল তাকে। তার মৃত্যুতে চৌধুরী মার্কেটের ব্যবসায়ীরা মর্মাহত বলে জানায় এলাকাবাসী।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।












