সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।
বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা মো. সানাউল্লাহ, রফিকুল ইসলাম ও আবদুল মোতালেব, আরশেদ মাহমুদ সোহাগ, আবু তাহের সওদাগর, কামরুজ্জামান ও মুন্সি কোম্পানি।
এ সময় উপস্থিত ছিলেন তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দীন, ইঞ্জিনিয়ার নজরুল, পেয়ার আহম্মদ, মো. নবী, ইউপি সদস্য মো. রাশেদ, সফিউল আলম, সেলিম উদ্দীন, সাহাব উদ্দীন, কোহিনুর বেগম, লাকি আক্তার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন টিটু, আমজাদ হোসেন, নুরুউদ্দীন, এমদাদ, টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাধারণ সম্পাদক ইমাম উদ্দীন চৌধুরী আদিল প্রমুখ।












