সীতাকুণ্ডে দুর্বৃত্তের হামলায় নারী-পুরুষসহ আহত ৯

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ৯:৪৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন এলাকায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় নারী পুরুষসহ ৯ জন আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ হাসপাতালে ভর্তি করান। এরমধ্যে জিতু কর্মকার ও হৃদয় কর্মকারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের বিল্লে বাড়ির বাসিন্দা ছোটন কর্মকারের বাড়িতে এই ঘটনাটি ঘটে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র জানায়, এদিন মুখোশধারী ২০/২৫ জনের একটি দল জিতু কর্মকারের বাড়ি ঘেরাও করে বাড়িতে ঢুকে পরিবারের সবার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় তাকে বাঁচাতে তার ভাই হৃদয় কর্মকার ও তার মা রত্না কর্মকার এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

আহত টুটুল কর্মকার বলেন, মুখোশধারী দুর্বৃত্তের একটি দল জিতুর পরিবারের ওপর কেন যে হামলা চালিয়েছে সেই বিষয়ে আমি কিছুই জানি না। তবে জিতু একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরি করেন। তার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে। এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা হলেন, শিখা কর্মকার, জিতু কর্মকার, হৃদয় কর্মকার, টিটু কর্মকার, রত্না কর্মকার, টুটুল কর্মকার, মিঠু কর্মকার, ইতি কর্মকার ও তুলসী কর্মকারসহ ৯ জন। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ শর্ত নেই, অংশ নিতে পারবে ৮০ প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধশুল্কের পাঁচ লক্ষ্য : কোনোটি কি ছুঁতে পেরেছেন ট্রাম্প?