সীতাকুণ্ডে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

ধান-চালের সঙ্কট না থাকার পরও শুধু দাম বাড়ানোর কারসাজিতে মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীরা নিজস্ব গুদামে লাখ লাখ টন মজুদ করে চালের পাহাড় গড়ে তুলেছেন। এতে করে অস্থির হয়ে পড়ছে নিত্যপণ্যের বাজার। দেশের প্রধান খাদ্যপণ্য চাল কিনতে হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে।

সারাদেশব্যাপী অবৈধ মজুদদারদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার সীতাকুণ্ডের বড় কুমিরা বাজার ও মাদামবিবিরহাট এলাকায় দুইটি গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় কুমিরা বাজারের আলম স্টোর ও মাদামবিবিরহাট বাজারের জসিম স্টোরে অবৈধভাবে চাল মজুদ করার কারনে দুই মালিককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি জানান, সারাদেশে অবৈধভাবে পণ্যমজুদ করায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে চাল মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামছুন্নাহার স্বর্ণা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি দল।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াত অটোরিকশা চালকের পরিবারকে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন