সীতাকুণ্ডে দুই ডাকাতসহ ৪ জন গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে দুই ডাকাতসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীররাতে উপজেলার বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, নুনাছড়া ও দক্ষিণ সোনাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাড়বকুণ্ডে মিয়াজী পাড়ার বাসিন্দা ডাকাত জাহিদ হাসান, পৌরসদরের নুনাছড়া এলাকার বাসিন্দা ডাকাত নুর মোস্তফা প্রকাশ মোস্তফা, বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা রুস্তম আলী ও দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা কামাল উদ্দিন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর উপজেলার পৌর সদরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহিদ ও মোস্তফা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। মহাসড়কে বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার অন্য দু’জন নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার চার আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার মারা গেলেন নির্মাণ শ্রমিক উদ্ধারকারী অজ্ঞান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার