সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

আধিপত্য বিস্তারের জের

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে কুমিরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছোট কুমিরা গুল আহমদ জুট মিল এলাকায় এই ঘটনা ঘটে। এসময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা গুল আহম্মদ জুট মিল এলাকায় গতকাল রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগের অফিসে হামলা চালায়। এসময় তারা অফিসের ব্যাপক ভাংচুর করে এবং সাখাওয়াত ও শওকত নামে দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, গুল আহম্মদ এলাকায় আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ এবং নাসির উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। তবে হারুন উর রশিদ দাবি করছেন, নাছিরের লোকজন যুবলীগ অফিসে হামলা চালিয়েছে। অন্যদিকে নাছির উদ্দিনের দাবি, হারুনের লোকজন অতর্কিত যুবলীগ অফিসে হামলা চালিয়ে আমার ছেলেদের কুপিয়েছে। ঘটনার পরপরই নাসির গ্রুপের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কুমিরা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন জানান, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদের লোকজন যুবলীগ অফিসে হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য আমাকে দোষারপ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট মেলায় দুই দিনে ৩৬ কোটি টাকা রাজস্ব আদায়
পরবর্তী নিবন্ধহিসাব স্বচ্ছ হলে রাজস্ব ও কর নিয়ে ভয় নেই