সীতাকুণ্ডে তেলের ডিপোতে পড়ে একজনের মৃত্যু, দগ্ধ ৩

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ১১:৩২ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকায় একটি তেলের ডিপোতে পড়ে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তবে এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ ২২ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত ফৌজদারহাট এলাকায় অবস্থিত মোঃ জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করতে গিয়ে হঠাৎ করে এক শ্রমিক পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ আরও তিন শ্রমিক তেলের ডিপোতে পড়ে গিয়ে মারাত্মক দগ্ধ হয়ে আহত হন।

এদিকে কুমিরা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে একজনের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ।

এ বিষয়ে হাসপাতালের পুলিশ ফাড়িঁর এসআই মোঃ আলাউদ্দিন বলেন, আহতদের রাত আনুমানিক ৯টার দিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা মেডিকেলে ভর্তি করান।

পূর্ববর্তী নিবন্ধডাকাত দলনেতা করিম গ্রেপ্তার, তিনটি অস্ত্র ও টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাইকারের