সীতাকুণ্ডে তেলের ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩ জন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকায় একটি ডিপোতে পুরনো তেলের ট্যাংকে পড়ে শ্রমিক ও কর্মকর্তাসহ ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ফৌজদারহাট এলাকায় মো. জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ এক শ্রমিক তেলের ট্যাংকের মধ্যে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ একে একে আরো ২ শ্রমিক তেলের ট্যাংকে পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে এক শ্রমিকের মৃত্যু হয়। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তেলের ডিপোর একজন কর্মকর্তা রয়েছে। আহত তিন জনের মধ্যে দুইজনের নাম মো. মীর আহমেদ (২৫), মো. মোস্তফা কামাল (৩৫)

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নুরুল আলম বলেন, ফৌজদারহাট জামাল কোম্পানির কালো তেলের ডিপো থেকে দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করেন কুমিরা ফায়ার সার্ভিস। এরপর রাত আনুমানিক ৯টার দিকে ফায়ার সার্ভিস লিডার পিপুল চাকমা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ সকল কমিটি বিলুপ্ত
পরবর্তী নিবন্ধরেডিসনে ঈদ শপিং ফেস্ট উদ্বোধন