সীতাকুণ্ডে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

কৃষি প্রযুক্তির বিস্তারের লক্ষ্যকে সামনে রেখে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, সীতাকুণ্ড চট্টগ্রামের বাস্তবায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে মেলার র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারী এবং কৃষকবৃন্দ। মেলায় ১০ টি স্টলে কৃষি বিভাগের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

উল্লেখযোগ্য প্রযুক্তিগুলো হল পলিশেডে গ্রীষ্মকালীন টমেটো চাষ, মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্য সবজি উৎপাদন, সিডলিং ট্রে তে চারা উৎপাদন, নিরাপদ ফল উৎপাদনের জন্য ব্যাগিং পদ্ধতির ব্যবহার, আইপিএম প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন, সর্জন পদ্ধতিতে সবজি চাষ, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি, বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান, মিশ্র ফল বাগানসহ অন্যান্য প্রযুক্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকার অনুদান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের প্রশিক্ষণ কর্মশালা