সীতাকুণ্ডে তিন ইউনিয়নে আ. লীগের ৪ বিদ্রোহী

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বারৈয়ারঢালা, বাঁশবাড়িয়া ও সলিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বারৈয়ারঢালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেহান উদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু জাফর, বাঁশবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শওকত আলী জাহাঙ্গীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু এবং সলিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সালাউদ্দিন আজিজের বিপরীতে বিদ্রোহী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও আওয়ামী লীগ নেতা গোলাম গফুর।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম চৌধুরী বলেন, ইউনিয়নের জনগণ আমাকে ভালোবাসে। তাই তারা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিদ্রোহী হলে দলীয় শৃক্সখলা ভঙ্গের বিষয়ে তিনি বলেন, তাদের ইউনিয়নে যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না, সে ক্ষেত্রে জনগণ যাকে চায়, সেই নির্বাচিত হবেন। এদিকে ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর বিদ্রোহী প্রার্থীর বিষয়ে বলেন, ইউনিয়নের যেকোনো বাসিন্দা নির্বাচন করার যোগ্যতা রাখেন। সেই হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্বাগত জানাবেন। তবে দলীয় পদে থেকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁকখালীতে ভাসল কল্প জাহাজ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু