নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার মাধ্যমিক পর্যায়ে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর উদ্যোগে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। “এসো দেশ বদলাই’ পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক জাফর ইকবালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লোকমান মিয়া, এ.বি.এম. গোলাম নূর, সঞ্জীব কুমার দে, ক্রীড়া শিক্ষক রানা বনিক, ফারজানা চৌধুরী, রিয়েল বড়ুয়া, হারুন ইসলাম, মাদ্রাসা সুপার নুরুর সালাম, মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্য স্কুল মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব প্রতিযোগিতায় উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।