সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

মাওলানা রইস উদ্দীন হত্যার প্রতিবাদ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন স্পটে অবরোধ করা হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সীতাকুণ্ডের সোনাইছড়ি বগুলা বাজার, কদমরসুল, ভাটিয়ারী এলাকায় ‘সর্বস্তরের সুন্নি জনতা’ ব্যানারে এই অবরোধ করেন তারা। এর ফলে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের কদমরসুল এলাকায় সড়কের ওপর লোহার পাইপ, টেবিল রেখে অবরোধ করা হয়। সড়কে অবস্থান নিয়ে অবরোধকারীরা মাওলানা মুহাম্মদ রইস উদ্দীন হত্যার বিচার দাবিতে বিভিন্ন রকম স্লোগান দেন। অবরোধ চলাকালে সড়কের উভয় দিকের দুটি লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ৩০ কিলোমিটারের বেশি সড়ক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী । বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমেন বলেন, কুমিরা রয়েল সিমেন্ট গেট, বগুলা বাজার, কদমরসুল ও ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ তুলে নেয়ার পর আমাদের চেষ্টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইনচার্জ মো. সোহেল রানা বলেন, আমি আন্দোলনকারীদের সাথে কথা বলেছি। তারা নিদিষ্ট সময়ের এক ঘণ্টাপূর্বে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে : ইউনূস