সীতাকুণ্ডে ডেবার পাড়ে ভাঙন

ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

টানা বৃষ্টিতে সীতাকুণ্ড পৌরসদরস্থ ঐতিহ্যবাহী রেলওয়ে ডেবার পাড় ভেঙে মসজিদ ও সড়কের ক্ষতি হচ্ছে। এই ক্ষতি থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন পাঞ্জেরী। এতে ডেবার ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। গত রবিবার ইউএনওর সঙ্গে দেখা করেন পাঞ্জেরীর নেতৃবৃন্দ। এ সময় পাঞ্জেরীর দাবির সঙ্গে একমত পোষণ করে এ আশ্বাস দেন ইউএনও।পাঞ্জেরীর সভাপতি মো. ইফতেখার উদ্দিন বলেন, রেলওয়ে ডেবা সীতাকুণ্ড পৌরসভার একটি ঐতিহ্য। শত বছর ধরে এই দিঘি সীতাকুণ্ডের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শুকনো মৌসুমে অগণিত মানুষের পানির যোগান দিয়ে আসছে। দিঘির চারপাশ যেভাবে ভাঙন শুরু হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই এটির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিঘির পশ্চিম পাড়ে গুরুত্বপূর্ণ সড়ক ও পূর্ব পাড়ে একটি মসজিদ রয়েছে। ডেবার পাড় ভাঙার কারণে মসজিদ ও সড়কটি হুমকির সম্মুখীন। যেকোনো মুহূর্তে মসজিদ ও সড়কের ভাঙন শুরু হবে। তাই এটি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাবি জানিয়েছি।

ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, রেলওয়ে ডেবার পাড়গুলো সংস্কারের দাবি নিয়ে এসেছিলেন একটি সংগঠনের নেতৃবৃন্দ। তাদের লিখিত আবেদন দিতে বলা হয়েছে। যেহেতু দিঘিটি রেলওয়ের সম্পত্তি, তাই আবেদন পাওয়ার পরে রেলওয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় পাঞ্জেরীর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, আবুল বশর, মহিউদ্দিন বেলাল, আবুল হাশেম, মো. আবুল কালাম, মো. সোহেল, নিয়াজ, মো. রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব স্থগিত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেন আলোচনা