সীতাকুন্ডে সমাজ উন্নয়ন সংগঠন শৈলীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট ক্যাম্পেইন পরিচালিত হয়। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আবাসিক অফিসার ডা. সালাউদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। শৈলী র উপদেষ্টা আবুল কাশেম ওয়াহিদী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিকের পরিচালনায় ক্যাম্পেইনে হাসপাতালে আগত রোগীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে সিকিউর সিটি গেইটে, হাই স্কুল গেইট, কলেজ রোডে ও কাঁচা বাজারে মধ্যে জনসাধারণের মাঝে এইসব লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শামীমা লাভলী, সবুজ শর্মা শাকিল, ইকবাল হোসেন রুবেল, জাহাঙ্গীর আলম, তপন মজুমদার, জাহেদুল ইসলাম, ইলিয়াস ভূঁইয়া, সাদেক প্রমুখ।












